সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে সাতক্ষীরায় করোনায় ৭৪ জন এবং উপসর্গে মারা গেলেন ৩৫৪ জন।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে শুক্রবার (০২ জুলাই) সকাল ১০টা পর্যন্ত তারা মারা যান। মৃতরা হলেন- আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের বসন্ত কর্মকার (৮৫), সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের হযরত আলী (৫৪), কামালনগর এলাকার নাছিরউদ্দীন (৫৫) এবং রসুলপুর এলাকার সীমা (৩০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের।

আকরামুল ইসলাম/এসপি