নরসিংদীতে কাভার্ড ভ্যানচাপায় নিহত ২
নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (০২ জুলাই) দুপুর পৌনে একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার।
নিহত সাব্বির হোসেন (২০) মাধবদীর কান্দাইল পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। অন্যজন ফারিকুল ইসলাম (৩১)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
মাধবদী ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান সিলেট যাচ্ছিল। কাভার্ড ভ্যানের সামনে দিয়ে মহাসড়ক ধরে মাধবদীর দিকে যাচ্ছিল রিকশাটি। এ সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বা পাশে পড়ে যায় এবং রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সাব্বির হোসেন ও আরোহী ফারিকুল ইসলাম নিহত হয়। পরে মাধবদী ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফি আল ফারুক বলেন, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। দুজনের মরদেহ উদ্ধার করেছি।
বিজ্ঞাপন
রাকিবুল ইসলাম/এসপি