গাজীপুরের কাপাসিয়ার কলেজ রোড এলাকায় চলমান লকডাউনে বাল্যবিবাহের আয়োজন করে জরিমানা গুনলেন মেয়ের বাবা। শুক্রবার (০২ জুলাই) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমাত আরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষের মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। 

এ সময় তিনি বলেন, কাপাসিয়া সদরে কলেজ রোডের বাসায় মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি শুক্রবার রাতে তার মেয়ের বাল্যবিবাহের আয়োজন করেন। এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে খবরের সত্যতা মিললে বাল্যবিবাহ বন্ধ করে সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

লকডাউনে সরকার কর্তৃক নির্দেশনা অমান্য করে বাল্যবিবাহের আয়োজন করায় মেয়ের বাবা মো. রফিকুল ইসলামকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়ে না দেওয়ার জন্য মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ থেকে মুচলেকাও নেওয়া হয়।

শিহাব খান/এসপি