জনশক্তি কর্মসংস্থান অফিসে ভিড়, নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশ
বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য দেশের বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান অফিসে টিকা প্রত্যাশীরা ভিড় করছে।
শনিবার (৩ জুন) সকাল থেকে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশন করতে চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান অফিসে তেমনই চিত্র দেখা গেল।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ভিড় করছেন। বেশিরভাগের মুখেই মাস্ক নেই। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সবাইকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বারবার সচেতন করে যাচ্ছেন। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ইউএনও সানজিদা শাহনাজ বলেন, লোকজন ভিড় করে থাকলে লকডাউন বাস্তবায়ন হবে না। আগামীকাল থেকে যার যার ইউনিয়নে টিকা রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে টিকা গ্রহীতাদের আসতে হবে না। কেউ লকডাউন অমান্য করলে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বিজ্ঞাপন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর থেকে আসা মুসা বলেন, ৬০০ টাকা খরচ এখানে এসেছি। সকাল থেকে অপেক্ষা করেও কাজ হয়নি। লকডাউনের মধ্যে আসতে বাধ্য হয়েছি। আমাদের কষ্টের কথা কেউ বুঝে না। আমাদের যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং রাস্তায়ও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তা অমানবিক।
তাদের অনেকেই জানান, নির্ধারিত সময়ে বিদেশ যেতে না পারলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
জেলা জনশক্তি জরিপ কর্মকর্তা মোহছেন পাটওয়ারী বলে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে যাওয়া নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই খবর পেয়ে সবাই এখন এখানে ভিড় জমাচ্ছেন। আমাদের সার্ভারও সমস্যা। এত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। দুই একদিনের মধ্যে যার যার ইউনিয়নে টিকা রেজিস্ট্রেশন করতে পারবে বলে তিনি জানান।
শরীফুল ইসলাম/এসএম