গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় নদী ভাঙনের হুমকিতে পড়েছে ৬টি গ্রাম। ভাঙন আতঙ্কে দিন কাটছে ওই ছয় গ্রামের কয়েক হাজার বাসিন্দার।

এদিকে শনিবার (৩ জুলাই) বিকেলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

এ সময় জেলা প্রশাসক সোমেশ্বরী নদী তীরবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি, কামারখালী, বহেরাতলী ও রানীখং অংশের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

এ সময় জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব উল আহসান, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান ভাঙনকবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি নদী তীর ভাঙন রোধে বাস্তবায়নাধীন প্রকল্পের ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, শনিবার ঢাকা পোস্টে ‘সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে ৬ গ্রামের মানুষ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসক।

মো. জিয়াউর রহমান/এসকেডি