প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক আটক
প্রতীকী ছবি
মাগুরায় এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে টিটো মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে জরুরি সেবা ৯৯৯ কল করা হলে পুলিশ তাকে আটক করে।
ভুক্তভোগী শিশুর ভাই জানান, শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে বাড়ির পাশে একটি বাগানে পাতা কুড়াতে যায় তার বোন। এ সময় প্রতিবেশী কামরুজ্জামান মোল্যার ছেলে টিটো মোল্লা (৩০) শিশুটিকে ধর্ষণ করে। ঘটনাটি শিশুর দাদি দেখে ফেলে। পরে বিষয়টি স্থানীয় মুরুব্বীদের জানায়। তারা এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগী শিশুর ভাই। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। এরপর মাগুরা সদর থানায় টিটো মোল্লাকে আসামি করে একটি মামলা করা হয়।
বিজ্ঞাপন
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, শিশুটির ভাই বাদী হয়ে একজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। ডাক্তারি পরীক্ষা করানোর জন্য শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
এসপি
বিজ্ঞাপন