গ্রাহকদের মিথ্যা বিদ্যুৎ বিল দিয়ে আর্থিক ক্ষতি করার প্রতিবাদে মানববন্ধন

ছাতক উপজেলার গ্রাহকদের মিথ্যা বিদ্যুৎ বিল দিয়ে আর্থিক ক্ষতি করার প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ছাতক উপজেলার বিদ্যুৎ অফিস থেকে গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন বক্তারা।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

জাউয়াবাজার এলাকার আব্দুল হকের সভাপতিত্বে ও ইব্রাহিম আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকারকর্মী রাজু আহমদ পীর, জাউয়াবাজার এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন, ইসমাঈল আলী, জসিম উদ্দিন, ফেলুমিয়া, আল আমিন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় বিদ্যুৎ বিভাগের কার্যালয় এখন অনিয়ম-দুর্নীতি চলছে। ৫০ হাজার টাকা উৎকোচ না পেয়ে গ্রাহক সুজন মিয়ার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নিজাম উদ্দিন, আবুল বশর, এমরান মিয়া দোলোয়ার হোসেন, মমিন মিয়া, রুহেল মিয়া, হুরফত আলী, কয়ছার মিয়া, আলী আহমদ, আক্তার হোসেন, মো.হোসেন, নুরআলী, সুজন মিয়া প্রমুখ।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাতক বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার ঢাকা পোস্টকে বলেন, অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিলে মামলায় পড়তে হবে।

এমএসআর