নরসিংদীতে সড়কে পড়ে ছিল ২ কিশোরের মরদেহ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-টঙ্গী মহাসড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের ভাগদী কদমতলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
একজনের বয়স আনুমানিক ১৩ ও অপরজনের ১৫ বছর। এখন পর্যন্ত তাদের বিস্তারিত কোনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সড়কের মাঝে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়ে ছিল একটি মোটরসাইকেল। পরে পলাশ থানা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ভারী কোনো যানবাহনের আঘাতে তাদের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, মরদেহগুলোর সঙ্গে সড়কে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা দুজন মোটরসাইকেলযোগে সড়ক দিয়ে যাচ্ছিল। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। পুলিশ বিস্তারিত খোঁজ নিচ্ছে।
রাকিবুল ইসলাম/এসপি
বিজ্ঞাপন