প্রচুর ব্যবহৃত নাপা ট্যাবলেট না পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ

এপ্রিলের পর থেকে নওগাঁ জেলায় বেড়েছে করোনার সংক্রমণ। একই সঙ্গে বেড়েছে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকের কাছে গেলেই পরামর্শ দিচ্ছেন প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনের। কিন্তু অবাক ব্যাপার হলো, জেলার বেশিরভাগ ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে না প্যারাসিটামল জাতীয় অতিপরিচিত ট্যাবলেট ‘নাপা’। 

হঠাৎ যেন ‘নাপা’ ট্যাবলেট উধাও হয়ে গেছে নওগাঁ থেকে। প্রচুর ব্যবহৃত এ ওষুধটি না পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ফার্মেসির সাধারণ নাপা ট্যাবলেট হয়ে উঠেছে এখন দুর্লভ বা অসাধারণ বস্তু।

তবে শুধু একটি কোম্পানির ওষুধে না ঝুঁকে অন্য কোম্পানির একই গ্রুপের ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ওষুধ দোকানিরা বলছেন, গত কয়েকদিন সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথার ওষুধ বিক্রি হয়েছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। এদিকে কোম্পানি থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ‘নাপা’ ট্যাবলেটের সংকট দেখা দিয়েছে। একই গ্রুপের অন্য ওষুধ থাকলেও রোগীদের চাহিদা হলো নাপা।

তারা জানান, করোনার সময় প্যারাসিটামল গ্রুপের ওষুধের বিক্রি বেড়ে যায়। এ ছাড়া কিছু লোক দরকারের চেয়ে বেশি ওষুধ কিনে ঘরে রেখে দেওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছ।

সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নওগাঁ জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর ঢাকা পোস্টকে জানান, কাঁচামাল সংকটে ‘নাপা’ ট্যাবলেটের উৎপাদন কমে গেছে। এ কারণে অর্ডার নেওয়া সাময়িক বন্ধ আছে। তবে প্যারাসিটামল গ্রুপের ‘নাপা সিরাপ’, ‘নাপা এক্সট্রা’, ‘নাপা এক্সটেন্ড’ বাজারে পাওয়া যাচ্ছে। শিগগিরই ‘নাপা’ ট্যাবলেটের সংকট কেটে যাবে।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ ঢাকা পোস্টকে বলেন, শুনছি বাজারে ‘নাপা’ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না। করোনা মহামারিতে এ জাতীয় ওষুধের ব্যবহার বেড়ে গেছে। তবে বাজারে প্যারাসিটামল গ্রুপের অন্য কোম্পানির ওষুধের কোনা সংকট নেই।

এদিকে রংপুর জেলায়ও একই পরিস্থিতির খবর পাওয়া গেছে। দুই সপ্তাহ ধরে রংপুর অঞ্চলে হঠাৎ বাড়তে শুরু করেছে জ্বর-সর্দি-কাশি আক্রান্ত রোগী। চিকিৎসকরা মাস্ক পরা, বিধিনিষেধ মানা আর প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

কিন্তু প্রভাব পড়েছে রংপুরের ওষুধপাড়ায়। চাহিদা বেশি হওয়ায় প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট নাপার দাম বাড়িয়ে দিয়েছেন ওষুধের দোকানিরা। রংপুর অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাটসহ বিভিন্ন জেলা-উপজেলায় নাপার কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

শামীনূর রহমান/এনএ/জেএস