লালমনিরহাটে করোনা কেড়ে নিল প্রধান শিক্ষকের প্রাণ
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (০৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা আন শিক্ষক হযরত আলী। এ নিয়ে লালমনিরহাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১ জনে। এই ৩১ জনের মধ্যে শিক্ষক ছয়জন।
বিজ্ঞাপন
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ। এ সময় ১৪১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪১ জন।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, হাসপাতালের করোনা ইউনিটে শয্যা বাড়িয়ে ২০ থেকে ৫০টি করা হয়েছে। হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।
বিজ্ঞাপন
নিয়াজ আহমেদ সিপন/এসপি