সাতক্ষীরায় চিকিৎসাধীন ৯ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৮৫ জন। এ ছাড়া আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এ সময় ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬ শতাংশ।
মঙ্গলবার (০৬ জুলাই) দুপুর ১২টা থেকে বুধবার (০৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মারা গেছেন- সাতক্ষীরা সদরের কামালনগর এলাকার মাহবুবার রহমান (৭০), আলীপুর গ্রামের নাজমুন নাহার (৩০), রামেরডাঙ্গা গ্রামের জুলফিকার আলী (৫৯), তালার খলিষখালি ইউনিয়নের দুধলি গ্রামের ফাতেমা বেগম (৬৫), ইসলামকাটি গ্রামের গোবিন্দ দাস (৬১), যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের ডলি (৩৭), আশাশুনি উপজেলার বাহনতলা গ্রামের লুৎফর রহমান (৬০), দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের শাহানাজ বেগম (৩২) এবং কলারোয়া উপজেলার তালুনদিয়া গ্রামের রহিমা বেগম (৫০)।
বিজ্ঞাপন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ২১ জন এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আকরামুল ইসলাম/এসপি
বিজ্ঞাপন