ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নেত্রকোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। মোট শনাক্ত হয়েছেন ১৮৪৪ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২১৫ জন।

বুধবার (৭ জুলাই) দুপুরে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় জেলার মোট ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের।

তিনি আরও বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, কলমাকান্দায় ৪ জন, বারহাট্টায় ১ জন, আটপাড়ায় ২ জন, মদনে ১ জন, কেন্দুয়ায় ৪ জন, দুর্গাপুরে ৮ জন ও পূর্বধলায় ১ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ২৪ ঘণ্টায় সদর উপজেলার সাতপাই পৌর এলাকার দুজন করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

জিয়াউর রহমান/এমএসআর