সেই যুবলীগ সভাপতিসহ ৫ জন কারাগারে
ময়মনসিংহের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল হক মনি ও চার সহযোগীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ জুলাই) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমাম হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী চিকিৎসক এ এইচ এম সালেকিন মামুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন। পরে রাতেই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া বুধবার বেলা ১১টায় আরও চার সহযোগীকেও গ্রেফতার করা হয়। পরে দুপুরে ওই মামলায় তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
মামলায় ওই চিকিৎসক অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার নম্বরে কল করেন মাহবুবুল হক মনি। এ সময় তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চান। তখন তাকে বলা হয়, বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এর কিছুক্ষণ পর মনি তার দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গালিগালাজ ও মারধর করেন। এ ঘটনায় ডা. এ এইচ এম সালেকিন মামুন শারীরিকভাবে বিপর্যস্ত বলেও অভিযোগে জানান।
উবায়দুল হক/এনএ