পেছন থেকে ট্রাককে ধাক্কা, মারা গেলেন কাভার্ড ভ্যানের চালক
বঙ্গবন্ধু সেতুতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাককে ধাক্কা দেওয়ায় সেই কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন কাভার্ড ভ্যানের সহকারী।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।
বিজ্ঞাপন
বুধবার (৭ জুলাই) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ সীমানার ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক কাজেম আলী (৫০) জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, মধ্যরাতের দিকে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় চালক ও সহকারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চালক মারা যান।
তিনি বলেন, সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।
শুভ কুমার ঘোষ/এনএ