বগুড়ায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ১৭২
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৭২ জন।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টায় এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তিরা হলেন জয়পুরহাটের রাবেয়া (৭৫), বগুড়া সদরের আবদুল জলিল (৮৫), শিবগঞ্জের মেহেরুন্নেসা (৬২) ও আবু বকর (৭৯)। তাদের মধ্যে মেহেরুন্নেসা ও আবু বকর টিএমএসএস হাসপাতালে, রাবেয়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং আবদুল জলিল নিজ বাড়িতে মারা গেছেন।
এ ছাড়া একই দিনে মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন করোনা উপসর্গে মারা গেছেন।
বিজ্ঞাপন
ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৭৩ নমুনার ফলাফলে নতুন করে ১৭২ জন করোনায় শনাক্ত হয়েছে। ৭ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৬৪ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৯ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২২১ নমুনায় ৭২ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৩ নমুনায় ২৭ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের হার ৩০ দশমিক ০১শতাংশ।
একই সময়ে সুস্থ হয়েছেন ৯৪ জন। ১৭২ জনের মধ্যে সদরের ১০৬ জন, শেরপুরে ২০ জন, শাজাহানপুরে ১৩ জন, আদমদীঘিতে ১১ জন, শিবগঞ্জে ৮ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, কাহালুতে ৩ জন, গাবতলীতে ২ জন, সারিয়াকান্দিতে ২ জন, ধুনটে ২ জন এবং সোনাতলায় একজন নতুন করে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৫ হাজার ২৫৭ জন এবং সুস্থতার সংখ্যা ১৩ হাজার ২৫০। এ ছাড়া নতুন করে করোনায় ৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৬ জন। জেলায় বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৬১ জন।
সাখাওয়াত হোসেন জনি/এনএ