পাবনায় আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১৭৭
পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে মারা গেছেন।
এ সময়ে ১৭৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মৃতরা হলেন পাবনার আটঘরিয়ার খিদিরপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী শম্পা খাতুন (৩০), চাটমোহরের শাহজাহান আলী (৮০), সুজানগরের চরদুলাই গ্রামের বাচ্চু মিয়া (৭০) ও ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেরহাওলিয়া গ্রামের রহিমা খাতুন (৭০)। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন একজন।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া ব্যক্তিও উপসর্গ নিয়ে মারা গেছেন।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বুধবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ৯৫৩ জনের প্রাপ্ত ফলাফলে পজিটিভ এসেছে ১৭৭ জনের।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৯৫ জন। মারা গেছেন মোট ২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৮১২ জন।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, জনসাধারণের মধ্যে পুরোপুরি সচেতনতা না আসা পর্যন্ত করোনা মোকাবিলা করা সম্ভব নয়। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু না হওয়ায় করোনা রোগীদের চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে।
রাকিব হাসনাত/এমএসআর