অসুস্থ নেতাকে অর্থ সহায়তা দিলেন এমপি একরাম
দীর্ঘদিন ধরে দুটি কিডনি বিকল হয়ে অসুস্থ নোয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ পারভেজ (৫৫)। এবার তার পাশে দাঁড়ালেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী।
বুধবার (৭ জুলাই) বিকেলে সাঈদ মাহমুদ পারভেজের চিকিৎসা খরচ হিসেবে ৫ লাখ টাকার চেক দেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে একরামুল করিম চৌধুরী বলেন, আপনারা সবাই অসহায় মানুষের পাশে থাকবেন। যাদের ঘরে খাবার নাই আমাকে জানাবেন। আমি একরাম চৌধুরী ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পাশে থাকব।
তিনি আরও বলেন, আমাদের সাবেক ছাত্রনেতা সাঈদ মাহবুব পারভেজ ভাইয়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিয়েছি। এছাড়াও অসহায় করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য ৪ লাখ টাকা দিয়েছি।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (৫ জুন) দুপুরে সাঈদ মাহমুদ পারভেজের চিকিৎসা সহায়তা হিসেবে দুই লাখ টাকা দেন কাদের মির্জা।
গত বছরের ১১ এপ্রিল করোনাভাইরাস প্রকোপের মধ্যে অসহায়, গরিব ও শ্রমজীবী মানুষের সাহায্য সহায়তায় ‘একরাম চৌধুরী ফাউন্ডেশন’ গঠন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী। ফাউন্ডেশনটি ১ বছর ধরে জেলার দিনমজুর, শ্রমিক ও অসহায় মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।
হাসিব আল আমিন/এমএইচএস