গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় শনাক্ত ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ৮১।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নতুন ১৬৪ জনসহ ফরিদপুরে শনাক্তের সংখ্যা ১৪ হাজার ১১২ এ দাঁড়িয়েছে।

যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে আটজনের করোনায় এবং বাকি ছয়জনের উপসর্গ ছিল। করোনা শনাক্ত হয়ে মাগুরা সদরের দুইজন এবং রাজবাড়ীর দুইজন, মাদারীপুরের দুইজন মারা গেছেন। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

ফরিদপুরে করোনা উপসর্গে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন শহরের গোপালপুর মহল্লার ফজল খান (৪৫), ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার চাঁর বোড়ু (৮০) ও বাকপুরা এলাকার খালেক মোল্লা (৬০)।

ফরিদপুরে নতুন করে যে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ৪, ভাঙ্গায় ৩৪, বোয়ালমারীতে ৮ নগরকান্দায় ৭, মধুখালীতে ৯, সদরপুরে ২৪, চরভদ্রাসনে ৩, সালথায় ৯ ও ফরিদপুর সদরে ৬৬ জন রয়েছেন।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে ৩০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৩৬ জন।

এমএসআর