রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪৪ জন করোনা পজিটিভ হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ছয়জনের। এ নিয়ে সাত দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ৯৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৪১ শতাংশ।

বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লালমনিরহাট জেলার ৩, দিনাজপুরের ২ ও নীলফামারীর ১ জন রয়েছেন।

একই সময়ে বিভাগে ২ হাজার ৬১৯ নমুনা পরীক্ষা করে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ২২৬ জন, ঠাকুরগাঁওয়ের ১৪৮, রংপুরের ১১৬, নীলফামারীর ৮৯, পঞ্চগড়ের ৫৪, কুড়িগ্রামের ৪২, লালমনিরহাটের ২২ ও গাইবান্ধার ৪৭ জন রয়েছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৫৩৫ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ৮৫৭ জন শনাক্ত হয়েছেন।

নতুন করে মারা যাওয়া ছয়জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৬১২ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২১৪ জন, রংপুরের ১২৩, ঠাকুরগাঁওয়ের ১০৯, নীলফামারীর ৪২, লালমনিরহাটের ৩৭, কুড়িগ্রামের ৩০, গাইবান্ধার ২৯ ও পঞ্চগড়ের ২৮ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮০ জন।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর