রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী চন্দ্রঘোনা থানার আওতায় মিতিয়াছড়ি এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ঘটনাটি ঘটে।

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু সেখানে মোবাইল নেটওয়ার্ক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা ফিরে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

পাহাড়ের আঞ্চলিক কোনো দল এই ঘটনা ঘটিয়েছে কি না বা কারা নিহত হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কিছুই এখনো পরিস্কার নয় আমাদের কাছে। ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা ফিরে আসার পরই জানানো সম্ভব হবে। 

তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, উক্ত ঘটনায় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

মিশু/এমএসআর