যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (০৯ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায়​ ১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

যশোর  সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায়​ ১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ২৩৫ জন, কেশবপুরে ২০ জন, ঝিকরগাছায় ৩৬ জন, অভয়নগরে ৪৮ জন, মনিরামপুরে ১০ জন, বাঘারপাড়ায় ১০ জন, শার্শায় ১৮ জন ও চৌগাছায় ১৫ জন রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, হাসপাতালের রেডজোনে আজ ১৭০ জন ও ইয়েলোজোনে ৭২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হয়েছেন ৩৪ জন এবং ইয়েলোজোনে ৫১ জন।        

জাহিদ হাসান/এসপি