রাজশাহী বিভাগের আট জেলায় বৈশ্বিক মহামারি করোনায় প্রাণহানি ছাড়িয়ে গেছে এক হাজার। ২৪ ঘণ্টায় ২২ জনের প্রাণ নিয়েছে করোনা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০ জনে। এর মধ্যে গত ২৮ দিনেই করোনায় মারা গেছেন পাঁচ শতাধিক। বাকি ৫০০ মারা গেছেন আগের প্রায় ১৪ মাসে।

স্বাস্থ্য দফতর বলছে, এই অঞ্চলে মারাত্মক সংক্রামক করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে। এতেই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ৬ জুলাই মারা গেছেন ২৪ জন। করোনা সংক্রমণ ধরা পড়ার পর বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

সূত্র জানাচ্ছে, গত বছরের ১২ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ১৪ দিনের মাথায় ২৬ এপ্রিল রাজশাহীতে করোনায় প্রথম প্রাণহানি ঘটে। এরপর প্রায় তিন মাস পর ২২ জুন মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় পঞ্চাশ।

সময় যতই গড়িয়েছে ধীরে ধীরে ততই ভয়ংকর হয়ে উঠেছে করোনা। এরপর মৃত্যুর সেঞ্চুরি পেরিয়েছে গত বছরের ৭ জুলাই। ওই বছরের ১১ আগস্ট প্রাণহানি পৌঁছায় ২০০। এরপর মাত্র ১৮ দিনের মাথায় ২৯ আগস্ট প্রাণহানি আড়াই শ ছড়িয়ে যায়।

গত বছরের আগস্টের পর বিভাগে করোনার প্রকপ কিছুটা কম ছিল। প্রাণহানিও ঘটেছে কম। তবুও গত ১১ জুন প্রাণহানি ৫০০ ছাড়িয়ে যায়। বিভাগীয় স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।

ওই পরিসংখ্যান আরও জানাচ্ছে, গত বছরের ২৯ জুন বিভাগে করোনা সংক্রমণ ৫ হাজারে দাঁড়ায়। সংক্রমণ বাড়তে থাকায় একই বছরের ২০ জুলাই পৌঁছে যায় ১০ হাজারে। সংক্রমণ দিগুণ অর্থাৎ ২০ হাজার পৌঁছাতে সময় লাগে প্রায় দুই মাস (৩০ সেপ্টেম্বর)।

এরপর কিছুটা কমে সংক্রমণের মাত্রা। চলতি বছরের ২০ জানুয়ারি সংক্রমণ পৌঁছায় ২৫ হাজারে। গত ঈদুল ফিতরের পর এই অঞ্চলে ফের বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরপর ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ১০ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ২৬ জুন ৫০, ৩০ জুন ৫৫ হাজার এবং গত ৫ জুলাই ৬০ হাজার ছাড়িয়ে যায়।

এদিকে, শুক্রবার (৯ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, এ পর্যন্ত বিভাগে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৬৪ হাজার ৯৪১ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার ২৪৬ জনের শনাক্ত হয়।

এর মধ্যে ৩৩৮ জন পাবনা জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ২৬৩, নাটোরে ২২৮, বগুড়ায় ১৭০, সিরাজগঞ্জে ১৩৩, নওগাঁয় ৪১, জয়পুরহাটে ৩৪ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে এক হাজার ২০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন। এর মধ্যে বগুড়ায় ৯, রাজশাহীতে ৬, নওগাঁয় ৩, জয়পুরহাটে ২ এবং পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত বগুড়ায় ৪৫৩, রাজশাহীতে ১৮৭, চাঁপাইনবাবগঞ্জে ১২১, নওগাঁয় ৯৯, নাটোরে ৬৫, জয়পুরহাটে ৩৮, সিরাজগঞ্জে ৩০ এবং পাবনায় ২৭ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৩১ জন। এর মধ্যে এক দিনে সুস্থ হয়েছেন ৯৪৫। একই দিনে হাসপাতালে এসেছেন আরও ২০৭ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৯৯০ জন। 

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর