পাহাড়ি জেলা খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। আক্রান্ত হয়ে সদর হাসপাতালে এক দিনে মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ১ জন, বিকেলে ২ জন ও সন্ধ্যায় একজন রোগী জেলা সদর হাসপাতালে মারা যান।

মৃতরা হলেন মাটিরাঙ্গার তাইন্দং ইউপির মকবুল আহমদের স্ত্রী রাজিয়া খাতুন (৭০), দীঘিনালার হাবিবুল্লাহর স্ত্রী ফিরোজা বেগম (৫৫), খাগড়াছড়ি পৌরসভার মোহাম্মদপুর কলেজ গেইট এলাকার আব্দুল মান্নান (৭০), পানখাইয়াপাড়া এলাকার আকিও মারমার ছেলে আনাই মারমা (৭০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, এক দিনে সর্বমোট ৪ জন মারা গেছেন। এর মধ্যে তিনজনের বয়স ৭০ বছর। বেশিরভাগ রোগীই আসে মুমূর্ষু অবস্থায়। এই রোগীগুলোকে বাড়িতে রাখার কারণে এমন অবস্থা হয়েছে। সঠিক সময়ে তারা চিকিৎসা নিতে আসেননি। খাগড়াছড়িতে এখন পর্যন্ত ভর্তি আছেন ৩৪ জন।

করোনা ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার আবিদা ফারজানা জানান, আমরা যতটুকু সময় পেয়েছি চেষ্টা করেছি। রোগীর আত্মীয়-স্বজনরা সচেতন না হওয়ার কারণেই রোগীর অবস্থার অবনতি হয়েছে। আরও আগে হাসপাতালে নিয়ে আসলে হয়তো এমন হতো না।

প্রসঙ্গত ,খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় রোগীগুলো। তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। পরে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।

জাফর সবুজ/এমএসআর