বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৪১০ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন দুইজন। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৯ জন। মৃত্যু হয়েছে ৯৮ জনের।

এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৭৪ জন। শুক্রবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৫৮ জন, মোল্লাহাটে ৩৩, ফকিরহাটে ২২, মোড়েলগঞ্জে ৪, মোংলায় ৭, কচুয়ায় ৬ এবং শরণখোলায় ৫ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘণ্টায় ৪১০ নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসাবে শনাক্তের হার ৩২ দশমিক ৯২ শতাংশ। সংক্রমণের হারের দিক থেকে কিছুটা কম হলেও পরিস্থিতি এখনও অনেক খারাপ।

তানজীম আহমেদ/এমএসআর