যশোরে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। এ ছাড়া প্রাণঘাতী রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ল ১৫ হাজার ১৬১ জনে।

ডা. আরিফ আহমেদ জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৭৮ জন। ইয়েলো জোনে আছেন ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩১ এবং ইয়েলো জোনে ৪৫ জন। 

যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ জানান, যশোরে গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৪ জন, ঝিকরগাছায় ২৫ জন, মনিরামপুরে ২০ জন, বাঘারপাড়ায় ৪ জন, শার্শায় ৯ জন ও চৌগাছায় ১৭ জন রয়েছেন।

এদিন শনাক্তের হার ৩৯ দশমিক ৭৭। একই সময়ে জেলায় করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে একলাফে দাঁড়াল ২১২ জনে।

জাহিদ হাসান/এনএ