ফরিদপুরে আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে শনাক্ত হয়ে সাত ও উপসর্গে পাঁচজনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, একই সময়ে ফরিদপুর নতুন করে ১৬৮ জনশনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৪৫৬-এ দাঁড়িয়েছে। শনিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
মহামারি করোনাভাইরাসে শনাক্ত হয়ে মৃত সাতজনের দুইজন মাগুরা সদরের এবং রাজবাড়ী ও গোপালগঞ্জের একজন করে এবং বাকি তিনজন ফরিদপুর সদরের বাসিন্দা।
করোনা উপসর্গে মৃত্যু হওয়া চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মুন্না (৪০), ফরিদপুর সদরের বেতবাড়িয়া গ্রামের হাসি বেগম (৪০) ও বলাদিয়া গ্রামের নূরু মোল্লা (৬০) এবং আলফাডাঙ্গা উপজেলারবদিউজ্জামান (৭০)।
বিজ্ঞাপন
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৫৬ নমুনা পরীক্ষা করে আরও ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯।
ফরিদপুরে নতুন করে যে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে, ভাঙ্গায় ১৫, বোয়ালমারীতে ৩, নগরকান্দায় ১০, মধুখালীতে ২, সদরপুরে ২, চরভদ্রাসনে ৪, সালথা ২ ও ফরিদপুর সদরে ১৩০ জন রয়েছেন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, শনিবার পর্যন্ত এ হাসপাতালে ৩৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৬৭ জন।
এমএসআর