নড়াইলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এক দিনে রেকর্ড ৭ জনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণ হওয়ার পর নড়াইলে এক দিনে এই প্রথম সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন।

নড়াইল সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আসাদ-উজ-জামান মুন্সী বলেন, এখন শহরের তুলনায় গ্রামের দিকে রোগী মৃত্যু বেশি হচ্ছে। গ্রামের মানুষের অবহেলা ও অসচেনতার কারণে এই মৃত্যুর সংখ্যা বাড়ছে।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৩ জনের। মোট মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৪ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ১০৭ নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৬৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ২ জন, লোহাগড়ায় ২৮ জন ও কালিয়ায় ২১ জন রয়েছেন।

বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ২২ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ও কালিয়ায় ৫ জনসহ মোট ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন।  

মোহাম্মদ মিলন/এমএসআর