জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে ১০ লাখ টাকা সহায়তা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন

করোনাকালীন লকডাউনের মধ্যে সাতক্ষীরা জেলায় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। সোমবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের হাতে চেক হস্তান্তর করা হয়। সেখানে প্রয়োজন, সেখানেই এই টাকা ব্যয় করতে পারবেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

১০ লাখ টাকার চেকটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন যুমনা ব্যাংকের ভিপি ও খুলনা জোনের প্রধান সাব্বির আহমেদ খান।

এ সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. তানজিল্লুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও যমুনা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাব্বির আহমেদ খান বলেন, সাতক্ষীরায় করোনার প্রাদুর্ভাব বেড়েছে। অসংখ্য অসহায় মানুষ করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অথবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলমান লকডাউনের কারণে অনেক পরিবার মানবেতর জীবন পার করছে। এসব অসহায় ও দুস্থ মানুষের কল্যাণের জন্য ১০ লাখ টাকা প্রদান করা হলো। জেলা প্রশাসক যেখানেই প্রয়োজন, সেখানেই এটি ব্যয় করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, মহামারি করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। লকডাউনের মধ্যে নানাভাবে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের গরিব অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে হবে। যমুনা ব্যাংককে এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান জেলা প্রশাসক।

আকরামুল ইসলাম/এনএ