তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি তানভীর হাসান তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নোয়াখালীর সাংবাদিকরা।
সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সমাজের অসংগতি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। করোনা মহামারি মোকাবিলায় অপ্রতুল পদক্ষেপের কথাগুলো যখন সাংবাদিকরা তুলে ধরছেন সেই সময় হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা।
তিনি আরও বলেন, অবিলম্বে তানভীর হাসান তানুসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বিজ্ঞাপন
মানববন্ধনে সাংবাদিক নেতা আলমগীর ইউসুফ, মনিরুজ্জামান চৌধুরী, জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু, মাহবুবুর রহমান ও সুমন ভৌমিকসহ জেলা কর্তব্যরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমএএস