গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮০ জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে এবং মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৭৫ জন।

বুধবার (১৪ জুলাই) সকালে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার সদর হাসপাতালে একজন এবং দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন মৃত্যুবরণ করেন। এছাড়া জেলার মোহনগঞ্জ উপজেলার কয়রাপাড়া গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সের এক পুরুষ নিজবাড়িতে মারা গেছেন। মারা যাওয়া তিনজনই করোনায় আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন আরও ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৩ জন নারী রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে জেলার সদর উপজেলায় ২৩ জন, মোহনগঞ্জে ২২, বারহাট্টায় ৪, কেন্দুয়ায় ৩, মদনে ২, পূর্বধলায় ১, কলমাকান্দায় ৩, আটপাড়ায় ৯ এবং দুর্গাপুরে ১৩ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ জানায়, মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত ২১ হাজার ৩৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৯৭৬টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এতে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭৫ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ৪৪ জন।

জিয়াউর/এসএম