কু‌ষ্টিয়ার খোকসার আকাশে বিরল ‘সান হালো’দেখা গেছে। বুধবার (১৪ জুলাই) বেলা ১১টা ২৭ মি‌নি‌টে সূর্য যখন ঠিক মাথার ওপরে তখন সূর্যকে ঘিরে এই বৃত্তাকারের রংধনু দেখা যায়। যার স্থায়ীকাল ছিল ১৩ মি‌নিট।

দিনে হঠাৎ সূর্যের চারপাশে এই বলয় ফুটে উঠতেই খোকসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ নি‌য়ে অ‌নে‌কেই সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে ছ‌বি পোস্ট ক‌রে‌ছেন। 

বাংলা‌দেশ গার্হস্থ্য অর্থনী‌তি ক‌লে‌জের শিক্ষার্থী সুমাইয়া ফের‌দৌস নিহা ব‌লেন, আমরা ওই সময় শুধু আলো দেখিনি, দেখেছি ধুলার ওপরে পড়া আলো। আকা‌শে এ‌টি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল। শু‌নে‌ছি এ‌টি একটি বিরল অপটিক্যাল এবং বায়ুমণ্ডলীয় ঘটনা।

স্থানীয় সাংবা‌দিক মিলন খান ব‌লেন, আ‌মি এটা দে‌খে অবাকই হ‌য়ে‌ছি। এর আ‌গেও আ‌মি দে‌খে‌ছি। ত‌বে এটা সম্প‌র্কে বিস্তা‌রিত জা‌নি না। ত‌বে এটা জা‌নি, এ‌টি‌কে বলা হয় সূর্য বলয়।

মূলত সান হা‌লো এক‌টি রিংয়ের আকৃ‌তি। যে রিংয়ের লাল এবং নীল দু‌টি রঙ র‌য়ে‌ছে। যা খালি চোখে স্পষ্ট দেখা যায়। উজ্জ্বল এই রিংটি কৌতূহলি দর্শকদের আকর্ষণ করেছিল। অনে‌কেই আকাশের দিকে তাকিয়েছিলেন।

রাজু আহমেদ/এসপি