ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণের যে ঊর্ধ্বগতি রয়েছে এটি কমিয়ে আনতে সবাইকে সরকারি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্য কেউও সচেতন করতে হবে। তাহলেই আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারব। 

বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টায় নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার দোকান কর্মচারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় সভাপতির বক্তব্যে দোকান কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, লকডাউনের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। সামনে ঈদে যেন আপনারা আর্থিক ক্ষতি কিছুটা হলে কাটিয়ে উঠতে পারেন সে জন্যই লকডাউন শিথিল করা হয়েছে।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

উবায়দুল হক/এমএসআর