নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা এটিই সর্বোচ্চ। এ ছাড়া একই সময়ে নতুন করে আরও ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ৪৯ জন এবং করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

তাদের দেওয়া তথ্যমতে, করোনা আক্রান্ত হয়ে বুধবার (১৪ জুলাই) রাত ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার সদর উপজেলার সাতপাই এলাকার ২৮ বছর বয়সের এক নারী, জেলার আটপাড়া উপজেলার ৬০ বছর বয়সের এক পুরুষ, মোহনগঞ্জ উপজেলার কাজীহাটি গ্রামের ৫০ বছর বয়সের এক পুরুষ, বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের ৬৫ বছর বয়সের এক পুরুষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের ৬৫ বছর বয়সের এক পুরুষ নিজ বাড়িতে মারা গেছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৫৪ জন পুরুষ এবং ৪৭ জন নারী রয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে জেলার সদর উপজেলায় ৩৬ জন, মোহনগঞ্জ উপজেলায় ২০ জন, বারহাট্টা উপজেলায় ৮ জন, কেন্দুয়া উপজেলায় ৪ জন, মদন উপজেলায় ২ জন, পুর্বধলা উপজেলায় ৪ জন, কলমাকান্দা উপজেলায় ৪ জন, আটপাড়া উপজেলায় ৭ জন, দুর্গাপুর উপজেলায় ১১ জন, খালিয়াজুরী উপজেলায় ৫ জন রয়েছেন।

নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া জানান, নেত্রকোনায় করোনা রোগী শনাক্তের হার এবং মৃত্যুর হার দুটোই দিন দিন বাড়ছে। এ পর্যন্ত আমরা জেলার ২১ হাজার ৭৩৭ জনের নমুনা সংগ্রহ করতে পেরেছি। এর মধ্যে ২১ হাজার ২৩০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৪৭৬ জনের এবং শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪৩৪ জন।

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীকে অনুরোধ জানান সিভিল সার্জন।

জিয়াউর রহমান/এনএ