রাজশাহী নগরীর দুটি মুদি দোকানে টিসিবি পণ্য উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে ডিলার রেজাউল করিমকে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। রেজাউল করিম ওই এলাকার তৈমুর রহমানের ছেলে।

এর আগে বুধবার (১৪ জুলাই) বিকেলে নগরীর সাহেববাজার মাস্টারপাড়া এলাকার দুটি মুদি দোকান থেকে খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ২০২ লিটার সয়াবিন তেল, ১৭৫ কেজি চিনি এবং ৪০ কেজি মশুরের ডাল উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় তখনই গ্রেফতার করা হয় সাগর ট্রেডার্সের মালিক নগরীল হেতেমখাঁ সাহাজীপাড়ার মৃত সৈজুদ্দিন শেখ মিস্ত্রির ছেলে সাগর শেখ এবং সুমন ট্রেডার্সের মালিক নগরীর পাঁচানিমাঠ শেখেরচক বিহারীবাগান এলাকার মৃত আবদুর রশিদের ছেলে জালাল হোসেন সুমনকে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারাই ওই টিসিবি ডিলার রেজাউল করিমের কাছ থেকে পণ্য নিয়ে বিক্রির উদ্দেশ্যে মজুতের তথ্য দেন। দুপুরের দিকে নিজ দফতরে সংবাদ সম্মেলনে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ওই দুই মুদি দোকানির দোকান ও ভাড়া গোডাউনে টিসিবির এসব পণ্য পাওয়া গেছে।

টিসিবির পণ্য উত্তোলনের পর ন্যায্যমূল্যে বিক্রি না করে তারা অধিক মুনাফার আশায় অবৈধভাবে নিজস্ব গোডাউনে মজুত করে পরে তা কালোবাজারে বিক্রয় করছিলেন।

ওই দুই মুদি দোকানির দেওয়া তথ্যের ভিত্তিতে এই কাণ্ডের হোতা টিসিবি ডিলার রেজাউল করিমকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় নগরবাসীর নিরাপত্তায় সব ধরনের অপরাধ নির্মূলের আশ্বাস দেন নগর পুলিশ প্রধান।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর