নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২ জন। নতুন করে আরও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০ দশমিক ৪১ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৪৯৯ জন।

শুক্রবার (১৬ জুলাই) ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৫৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৩৭ জন, বেগমগঞ্জে ৩৩ জন, চাটখিলে তিনজন, সোনাইমুড়ীতে ৯ জন, সেনবাগে ১৭ জন, কোম্পানীগঞ্জে ৪১ জন এবং কবিরহাটে ১৬ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪৯৯ জন। যার মধ্যে সদরে ৪ হাজার ৯৫৫ জন এবং বিভিন্ন উপজেলার ৮ হাজার ৫৪৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৬২ জনের। যার মধ্যে সদরের ৩১ জন আর বিভিন্ন উপজেলার ১৩১ জন রয়েছেন।

হাসিব আল আমিন/এসপি