কৌশলে ডেকে নিয়ে ফাঁদে ফেলতেন তারা। তারপর জিম্মি করে আদায় করতেন টাকা। রাজশাহী নগরীতে এমনই একটি চক্রের চার সদস্যকে পাকড়াও করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) মধ্যরাতে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল নগরীর খ্রিষ্টানপাড়া কয়েরদাঁড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন নগরীর কয়েরদাঁড়া এলাকার আয়েজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৪৬), নজরুল ইসলামের ছেলে তরিকুল (২৫),  নাটোরের লালপুরের অর্জুনপাড়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী বেলী খাতুন (৩৩), নওগাঁর মান্দার তৌহিদুল ইসলামের স্ত্রী রেহেনা পারভীন (৪০)।

এদের মধ্যে রবিউল ইসলামের নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আরেকটি নতুন মামলায় বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের দিকে তাকেসহ অন্য আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছের প্রোটিন কিনতে বুধবার (১৪ জুলাই) সকালের দিকে নগরীতে এসেছিলেন বাগমারার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা মুক্তার হোসেন (৩৩)।

পথে পূর্বপরিচিত বেলী খাতুন তাকে মোবাইল করে কয়েরদাড়া খ্রিষ্টানপাড়া মোড়ে আসতে বলেন। কথামতো দুপুর সাড়ে ১২টার দিকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান মুক্তার।

ওই সময় তারা বেলী ও তার সহযোগী রেহানা পারভীনের সঙ্গে দেখা করেন। তারা মুক্তার ও তার বন্ধুকে বাড়িতে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় রবিউল ও তরিকুলসহ অন্যদের নিয়ে তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মারপিট করে সঙ্গে থাকা সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা।

এ ঘটনায় ওই দিনই বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী মুক্তার হোসেন। গত বুধবার রাতে থানার এসআই দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করেন। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর