মানিকগঞ্জে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৫১
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ১৫০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৫১ জন। শনাক্তের হার ৩৪ শতাংশ। এছাড়া করোনা আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৪ জন, সিংগাইরে ১৮ জন, সাটুরিয়ায় ৫ জন, শিবালয়ে ৬ জন, হরিরামপুরে ১২ জন, ঘিওরে ৫ জন এবং দৌলতপুরে একজন রয়েছেন।
বিজ্ঞাপন
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৬ হাজার ৩৯৭ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪০৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৫০৫ জন। জেলায় এ পর্যন্ত জেলায় করেনায় মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। গত ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১২টি। বাকিরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আএমও) কাজী একে এম রাসেল জানান, হাসপাতালটির আওয়াতাধীন ১০০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটড হাসপাতালে ৮২ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জের সাতটি উপজেলায় প্রতি দিনই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
সোহেল হোসেন/এমএসআর