কুমিল্লায় করোনা কেড়ে নিল নয়জনের প্রাণ, শনাক্ত ৪৭৬
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১১০৪ নমুনা পরীক্ষা করে ৪৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৫টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৭৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৪৬ জন, আদর্শ সদরের ২৯, সদর দক্ষিণের ৭, বুড়িচংয়ের ২২, ব্রাহ্মণপাড়ার ৫ জন রয়েছেন।
এছাড়া চান্দিনার ২০ জন, চৌদ্দগ্রামের ৪৩, দেবিদ্বারের ১৫, দাউদকান্দির ৫, লাকসামের ৪৩, লালমাইয়ের ৩, নাঙ্গলকোটের ২৭, বরুড়ার ৩৬, মনোহরগঞ্জের ২২ , মুরাদনগরের ২০, মেঘনা ৪, তিতাসের ১৩ ও হোমনার ১৬ জন রয়েছেন।
বিজ্ঞাপন
এক দিনে জেলায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মুরাদনগরে ৩ জন, বরুড়ায় ২ জন, কুমিল্লা সিটি, ব্রাহ্মণপাড়া, সদর, লালমাই উপজেলায় একজন করে মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত ১৯ হাজার ৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৫৮০ জন। এছাড়া বিদেশগামী ৯০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এমএসআর