সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি শাওন

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ বিশ্ব দরবারে সম্মানিত। তার দক্ষতায় দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবসের আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা কারাবন্দি জীবনযাপন করেছেন তবুও অন্যায়ের সঙ্গে আপস করেননি। জাতির পিতা বঙ্গবন্ধুর অবর্তমানে তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে তারই সুযোগ্যকন্যার বলিষ্ঠ নেতৃত্বে। সব বাধা-বিপত্তি জয় করে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য পরিচিতি দিয়েছেন শেখ হাসিনা।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

ইমতিয়াজুর রহমান/এমএসআর