ফরিদপুরে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২১ জনের
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৩০৯ জন। একই সময়ে ফরিদপুরে আরও ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৬৭ জনে। শনাক্তের হার ৩২ দশমিক ৭৭ শতাংশ।
শনিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
করোনায় মারা যাওয়া ১৬ জন হলেন- ফরিদপুর সদরের আব্দুল গণি মিয়া (৬০), শহরের খাবাসপুর এলাকার আমেনা বেগম (৬৫), পূর্ব খাবাসপুর এলাকার শম্পা (৪৫), পশ্চিম খাবাসপুর এলাকার আতিকুল রহমান (৫১), সদরের বিনোকদিয়ার আমেনা খাতুন (৭০), সদরের খলিলপুরের আনন্দ সাহা (৫০), ভাঙ্গা উপজেলার এ হান্নান (৫৯) ও সিদ্দিক মিয়া (৬৭), নগরকান্দার কানাই লাল ঘোষ (৭০), সদরপুরের নাজমা খাতুন (৭০) ও সালথার প্রিয়া বেগম (৪৫)। রাজবাড়ী সদরের রিক্তা (২৫) ও পাংশার মো. আব্দুল্লাহ (৫৫), মাদারীপুর সদরের লোকমান সর্দার (৬৫) ও রাজৈর উপজেলার ভারতী অধিকারী (৭৫) এবং গোপালগঞ্জের মুকসুদপুরের আসিয়া বেগম (৬০)।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৩০৫ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞাপন
ফরিদপুরে নতুন শনাক্ত ৩০৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১০, ভাঙ্গায় ৩৭, বোয়ালমারীতে ২৫, নগরকান্দায় ২৭, মধুখালীতে ২২, সদরপুরে ১৭, চরভদ্রাসনে ৪০, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ১০৪ জন রয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছে ৪০৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৯৩ জন। এ পর্যন্ত এ হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৩০৯ জন।
এসপি