রাজশাহী বিভাগে করোনায় আরও ১৩ জনের মৃত্যু
রাজশাহী বিভাগজুড়ে আরও ১৩ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪ জন, সিরাজগঞ্জে ৩ জন, রাজশাহী ও নাটোরে ২ জন করে এবং নওগাঁ ও পাবনায় ১ জন করে মরা গেছেন। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ১৪৬ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ৫৮৯ জনের। এ নিয়ে করোনা ধরা পড়ল ৭৩ হাজার ১৬০ জনের।
বিজ্ঞাপন
এ পর্যন্ত বিভাগে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৬৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ২০৬ জন। একই দিনে হাসপাতাল ছেড়েছেন ৫২৫ জন। এ নিয়ে বিভাগে করোনা জয় করেছেন ৪৯ হাজার ৪৩৭ জন।
শনিবার (১৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, গত এক দিনে যে ৫৮৯ জনের করোনা ধরা পড়েছে, তার ১৬৩ জনই রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া বগুড়ায় ১৫৬, পাবনায় ১৫৫, সিরাজগঞ্জে ৬২, চাঁপাইনবাবগঞ্জে ২৯ এবং নওগাঁয় ২৪ জনের করোনা ধরা পড়েছে। তবে এদিন নাটোর ও জয়পুরহাটে করোনা সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় বিভাগে যে ১৩ জন মারা গেছেন তার মধ্যে চারজনই বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া সিরাজগঞ্জে তিনজন, রাজশাহী ও নাটোরে দুজন করে এবং নওগাঁ ও পাবনায় একজন করে মরা গেছেন। গত এক দিনে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৪৮৭, রাজশাহীতে ২০৬, চাঁপাইনবাবগঞ্জে ১২৮, নওগাঁয় ১১২, নাটোরে ৯২, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৪২ এবং পাবনায় ৩১ জন মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এনএ