পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সরকার দেশের মানুষের খাদ্য নিশ্চিত করতে ও তাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সব শ্রেণির অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। কেউ না খেয়ে থাকবে না। করোনায় সারাবিশ্ব থেমে গেলেও বাংলাদেশের কোনো কাজই বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। 

শনিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে এক হাজার শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এনামুল হক শামীম আরও বলেন, দেশের মানুষদের এখন আর বিভিন্ন ভাতা নিয়ে ভাবতে হয় না। ভাতাভোগীদের মোবাইলে টাকা চলে যায়। কেউ নিয়ে যাওয়ার ভাবনা নেই। তথ্য-প্রযুক্তি আমাদের অনেক এগিয়ে দিয়েছে। এখন খাদ্যসামগ্রী এসে চাওয়া লাগে না, সরকারি ৩৩৩ নম্বরে ফোন দিলেই পৌঁছে যাচ্ছে খাবার।

এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর