স্কুলব্যাগ থেকে বের হলো ৮ হাজার ইয়াবা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার সুধীরপুর গ্রামের বয়াতি বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. তাজুল ইসলাম দুলাল (৪০)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া, এস. আই নূরুল ইসলাম, মো. জামাল হোসেন, মো. মহসিন কবির ও এ. এস. আই সিকদার হাসিবুর রহমানকে নিয়ে অভিযান পরিচালনা হয়। এক পর্যায় তাজুল ইসলাম দুলালের শরীরের বিভিন্ন স্থান ও একটি স্কুলব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আটক ব্যক্তির সঙ্গে থাকা স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এইচকে