বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়‌কে যানবাহন চলাচল শূন্য হয়ে গে‌ছে। ফ‌লে মহাসড়‌কে নেই তেমন কোনো যানবাহন। মহাসড়‌কের টাঙ্গাই‌ল অং‌শে পু‌রো ফাঁকা।

রোববার (১৮ জুলাই) বেলা ১১টার পর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা হ‌য়ে‌ যায়। মহাসড়‌কে যানবাহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচলের লক্ষ্যে হাইও‌য়ে পু‌লিশ ও জেলা পু‌লিশ নিরলসভাবে কাজ করে গেছে।

এর আ‌গে রোববার ভোর থে‌কে সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের টাঙ্গাই‌লের রাবনা বাইপাস থে‌কে সেতুপূর্ব পর্যন্ত ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃষ্টি হয়। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভা‌বিক হয়। বেলা ১১টার পর থে‌কে ফাঁকা হ‌য়ে যায় মহাসড়ক। এরপর মহাসড়‌কে তেমন প‌রিবহন দেখা যায়‌নি।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, সকা‌লের দি‌কে ব্যাপক চাপ ছিল মহাসড়‌কে। হাইও‌য়ে পু‌লিশ মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক কর‌তে নিরলসভাবে কাজ ক‌রে যাচ্ছে। 

অ‌ভি‌জিৎ ঘোষ/এসপি