পাটুরিয়ায় ঘরমুখো মানুষের ভোগান্তি নেই, চলছে ১৬ ফেরি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের তেমন চাপ নেই। এ নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করছে কর্তৃপক্ষ।
রোববার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে কিছু যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া ৩ নং ঘাটে নোঙর করে। ফেরিঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং দেড়শ সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। ৩০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষার পরে যাত্রীবাহী বাস, ছোট গাড়িগুলো ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে। তবে ঘাট এলাকায় আটকে পড়া সাধারণ পণ্যবাহী ট্রাকচালকদের নৌপথ পারাপারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে গতকালের তুলনায় আজ ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই কম বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘাট এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা।
চুয়াডাঙ্গাগামী যাত্রী হান্নান মিয়া বলেন, ভাবছিলাম ঘাটে ভোগান্তি হবে। কিন্তু আসার সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠতে পারছি। ভোগান্তি ছাড়াই এবার ঈদযাত্রায় নৌপথ পার হতে পারাটা অনেক আনন্দের।
বিজ্ঞাপন
ঝিনাইদহগামী বাসের যাত্রী হাসান আলী বলেন, ৪০ মিনিট আগে পাটুরিয়া আসছি। ঈদের আগে সব সময় এই ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তবে এবারের যাত্রায় তেমন ভোগান্তি হচ্ছে না। আমার গাড়িটি ২০ মিনিটের মধ্যে ফেরিতে উঠে যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ঘাট এলাকায় সকাল থেকে দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে গতকালের চেয়ে চাপ অনেক কম। যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে নৌবহরে ১৬টি ফেরি চলাচল করছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অর্ধশত বাস, শতাধিক ছোট গাড়ি এবং দেড়শ সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।
এদিকে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীরা লঞ্চঘাটে আসামাত্র নৌপথ পারাপার হতে পারছে।
সোহেল হোসেন/এসপি