পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৫ জন।

রোববার (১৮ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরের মো. মনিরুজ্জামানের (৪০)। কলাপাড়ার টিয়াখালীর গৃহবধূ মুন্নী আকতার। বাউফলের কনকদিয়া এলাকার বাসিন্দা বিমল দেবনাথ (৩৭)। এতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সদরে ১০ জন, কলাপাড়ায় ১৮ জন, গলাচিপায় ৪ জন, মির্জাগঞ্জে ১১ জন, বাউফলে ১৪ জন, দুমকী ৪ জন, দশমিনা ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

পরিপূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছে ২৪৫৫ জন। কোভিডের শুরু থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ২৪ হাজার ৮০৯টি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এনএ