শিমুলিয়ায় কমছে যাত্রীর চাপ, তীব্র স্রোতে ফেরিতে ধীরগতি
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে রেবাবার সকালে যাত্রীর চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ কমেছে। তবে দুপুর ১টার দিকে ঘাট এলাকায় বৃষ্টি নামলে যাত্রীদের পারাপরে বিঘ্ন ঘটে। পরে প্রায় আধঘণ্টা পরে বৃষ্টি থেমে গেলে যাত্রীরা স্বাভাবিকভাবে লঞ্চে পদ্মা নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি ও ৮৪টি লঞ্চ সচল রয়েছে।
বিজ্ঞাপন
ঈদকে কেন্দ্র করে রোববার সকালে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষ ভিড় করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে। ফেরিঘাটের যানবাহন দীর্ঘ সারি রয়েছে।
গত কয়েক দিনের মতো লঞ্চঘাটে আজও সকালে যাত্রীদের গাদাগাদি ছিল। লঞ্চে মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও আজ সকালেও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। ঈদযাত্রায় যাত্রীদের হুড়োহুড়িতে লঞ্চঘাটে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব।
বিজ্ঞাপন
এদিকে পদ্মায় তীব্র স্রোত থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচলে আগের চেয়ে বেশি সময় লাগছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, পদ্মায় স্রোত ও পানি বৃদ্ধি পাওয়ায় তিন-চার কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করছে। এতে সময় ও জ্বালানি তেল খরচ বেশি হচ্ছে। ফেরি পারাপারে সময় বেশি লাগাতেই ঢাকা থেকে যাত্রী, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ঘাটে এসে অপেক্ষা করছে। ফেরিতে স্রোতের বিপরীতে ও নদীতে ৩-৪ কিলোমিটার অধিক পথ ঘুরে যেতে হচ্ছে।
ঈদে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় অবস্থান করছে ৫ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘাটে এখন তেমন ছোট গাড়ি নেই। তবে তিন শতাধিক ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা মো. সোলাইমান ঢাকা পোস্টকে জানান, এ নৌপথে এখোন ৮৪টি লঞ্চ চলাচল করছে। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চগুলো যাতায়াত করছে। কিন্তু যাত্রীরা অতিরিক্ত বোঝাই হয়ে চলাচল করতে চাওয়ায় শেষ পর্যন্ত লঞ্চঘাটে পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে। সকালে কিছুটা যাত্রীর চাপ থাকলেও এখন সবকিছু স্বাভাবিক চলছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।
ব.ম শামীম/এনএ