সিরাজগঞ্জে মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন
সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গাড়ির চাপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে পড়েছে বেশির ভাগ মহাসড়ক। রোববার (১৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা হয়ে চান্দাইকোনা পর্যন্ত ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকার মহাসড়ক অনেকটাই ফাঁকা। যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা এলাকা থেকে ট্র্যাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে যানজট বা ধীরগতি কোনোটাই নেই।।স্বাভাবিক গতিতে সব যান চলাচল করছে।
বিজ্ঞাপন
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী ঢাকা পোস্টকে বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যান চলাচল একদমই স্বাভাবিক।
এছাড়াও এখন ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চান্দাইকোনা এলাকাতেও কোনো যানজট নেই। মহাসড়ক অনেকটা ফাঁকা বলেও জানান তিনি।
শুভ কুমার ঘোষ/এমএসআর