ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে তিনজন ও বাকি চারজন উপসর্গে মারা যান। এ নিয়ে জেলায় শনাক্ত হয়ে মারা গেছেন মোট ৩১২ জন। এ সময়ে ফরিদপুরে ৩৪৩ নমুনা পরীক্ষা করে ১৩৯ জন আক্রান্ত হন।

এর ফলে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৮০৬ জনে দাঁড়াল। রোববার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুরে করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া তিনজন হলেন ফরিদপুর সদরের চরচাঁদপুর গ্রামের ইমদাদুল হক কাজী (৫৫), চুয়াডাঙ্গার জীবননগরের শওকত আলী (৫০) ও রাজবাড়ী সদরের মো. ওসমান (৬৫)।

নতুন করে যে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ১০ জন, ভাঙ্গায় ৩, বোয়ালমারীতে ২, নগরকান্দায় ৮, মধুখালীতে ১, সদরপুরে ৩১, চরভদ্রাসনে ১, সালথায় ৪ এবং ফরিদপুর সদরে ৭৯ জন রয়েছেন।  

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী রয়েছেন ৩৯৫ জন। এর মধ্যে করোনার রোগী ২৯৩ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হন ৯০ জন।

এমএসআর