শেরপুরে কোটি টাকা অনুদান পেল আইনজীবী সমিতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের ১ কোটি টাকার চেক পেল শেরপুর জেলা আইনজীবী সমিতি। রোববার (১৮ জুলাই) দুপুর ৩ টায় সমিতির হল রুমে ওই চেক জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর ১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
বিজ্ঞাপন
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী।
প্রধান অতিথির বক্তব্য হুইপ আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সাধারণ মানুষের কথা ভাবেন। এ জন্য তিনি অসহায়-দুস্থদের খাদ্যসহায়তা দিয়েছেন। শুধু তাই নয়, এই মুমূর্ষু সময়ে তিনি অনেক সংগঠনকে আর্থিক সহযোগিতা করেছেন।
বিজ্ঞাপন
এ সময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, জেলা প্রশাসক মোমিনুর রশীদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, শেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, হুইপকন্যা ডা. শারমিন রহমান অমি উপস্থিত ছিলেন।
জাহিদুল খান সৌরভ/এমএসআর